নিউজ ডেস্কঃ এই গরমে মাথার ত্বক ঘেমে ধুলাবালি জমে বেশি। এ সময় তৈলাক্ত খুশকির প্রকোপ দেখা দেয়। শ্যাম্পু ব্যবহারে তাৎক্ষণিক খুশকি বিদায় নিলেও ফিরে আসে আবার। জেনে নিন এই ধরনের তেলতেলে খুশকি দূর করতে কী করবেন।
নিম পাতা
মুঠোভর্তি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। পানি ছেঁকে আলাদা করে রেখে দিন। নিম পাতা পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান। এক ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এই গরমে মাথার ত্বক ঘেমে ধুলাবালি জমে বেশি। এ সময় তৈলাক্ত খুশকির প্রকোপ দেখা দেয় বেশি। শ্যাম্পু ব্যবহারে তাৎক্ষণিক খুশকি বিদায় নিলেও ফিরে আসে আবার। জেনে নিন এই ধরনের তেলতেলে খুশকি দূর করতে কী করবেন।
নিম পাতা
মুঠোভর্তি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। পানি ছেঁকে আলাদা করে রেখে দিন। নিম পাতা পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান। এক ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একদম শেষে রেখে দেওয়া নিমের পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হবে ঝলমলে।
ভিনেগার
খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে কাজে লাগাতে পারেন ভিনেগার। পানির সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে খুশকি।
অ্যালোভেরা
গোসল করার ৩০ মিনিট আগে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান অ্যালোভেরা জেল। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার।
শেষে রেখে দেওয়া নিমের পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হবে ঝলমলে।
ভিনেগার
খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে কাজে লাগাতে পারেন ভিনেগার। পানির সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে খুশকি।
অ্যালোভেরা
গোসল করার ৩০ মিনিট আগে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান অ্যালোভেরা জেল। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার।