নিজস্ব সংবাদদাতাঃ :ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্যাতে ফুটওভার ব্রিজের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।সোমবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে তারা এ মানববন্ধন করে। এ সময় তারা ‘ফুটওভার ব্রীজের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে মহাসড়ক অবরোধকারীদের সড়িয়ে দেয়।
মানববন্ধনে নেতৃত্ব দেয়া মুক্তিযোদ্ধা এস এম আবু মতিন ফাক্কন বলেন, আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছি। মাঝে মধ্যে এখানে দূর্ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তাদের জীবন রক্ষায় সরকারের কাছে একটি ফুটওভার ব্রীজ করে দেবার জোর দাবী করেন।
মানববন্ধনে অংশ নেওয়া মো. মনির হোসেন বলেন, ‘আমরা ফুটওভার ব্রীজের দাবিতে মহাসড়কে মানববন্ধন করছি। নিরাপদ সড়কের দাবিতে জনগুরুত্বপুর্ন আমাদের এই পাকুল্যাতে একটি ফুটওভার ব্রীজের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, মহাসড়কের পাকুল্যাতে ফুটওভার ব্রীজ নির্মাণের জন্য সরকারের উচ্চমহলে সুপারিশ পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৬ মে বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুরের সুলতান মিয়ার স্ত্রী শিউলি বেগম মহাসড়কের ওই এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন। একই ঘটনায় তার মেয়ে সুমনা (১০) গুরুতর আহত হয়।