নিউজ ডেস্কঃ :বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেসের নতুন ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রেলমন্ত্রী।
এসময় রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যে বর্তমানে যে সম্পর্ক রয়েছে, সেটা ধীরে ধীরে আরও বাড়ছে। তাই দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও বৃদ্ধি পাবে।
যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন করে মৈত্রী এক্সপ্রেসের ট্রিপ বাড়ানো হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস আগে চারদিন চলাচল করতো, আজ থেকে পাঁচ দিন চলাচল করবে।
পর্যায়ক্রমে ঢাকা-কলকাতার মধ্যকার ট্রেনের সব রুট চালু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেসকে যাতে সপ্তাহে ছয়দিন চালানো যায়, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে।