মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল’সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে নারীনেত্রী ও শিক্ষার্থী ফাতেমা রহমান বিথি অন্যান্য শিক্ষার্থীদের সাথে নিয়ে ৬ অক্টোবর সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে।
টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামে সংঘবদ্ধ ধর্ষণ, নাগরপুরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা, সিলেট এমসি কলেজ ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে বিথীর নেতৃত্বে এ কর্মসূচি করছে সাধারন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়।
শনিবার নোয়াখালীতে বিবস্ত্র করে এবং গত সপ্তাহে সিলেটের মুরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন। সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য কাজ হচ্ছে ধর্ষণ।
নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর উপর সহিংসতা দিনদিন বাড়ছেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।
নারীনেত্রী ও শিক্ষার্থী ফাতেমা রহমান বিথি বলেন, সারাদেশে যে ধর্ষন শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই। আমি সকাল থেকে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করছি। আমার সাথে টাঙ্গাইলের সাধারন ছাত্র সমাজ যোগ দিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের দাবী একটাই বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাই নাই। যতক্ষণ পর্যন্ত আসামীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে।