মোঃ মশিউর রহমান /টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পরিক্ষা নেয়ার দাবীতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগ শেষ বর্ষের শিক্ষার্থীরা।
(৫ ডিসেম্বর)শনিবার সকাল সাড়ে ১০ টার সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(মাভাবিপ্রবি)প্রাঙ্গণে মানববন্ধন ও স্মারক লিপি কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।এমতাবস্থায় চতুর্থ বর্ষের ফাইনাল পরিক্ষাটি পিছিয়ে পড়ায় সেশন জট সহ সরকারি চাকুরির ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ২০১৩-১৪ সেশনের(ফার্মেসী বিভাগ) ও ২০১৫-১৬ সেশনের শেষ সেমিস্টারের সকল পরিক্ষার্থী।
তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যায় টাঙ্গাইলেও মানববন্ধন করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেন ফার্মেসী বিভাগ সকল শিক্ষার্থীরা।