মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজার সমাপ্তি হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মধুপুরের ৫২টি পূজা মন্ডপের প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে তাদের উৎসবের সমাপ্তি হয়। মধুপুর পৌর এলাকার পূজা মন্ডপগুলোর প্রতীমা মদন গোপাল বিগ্রহ মন্দিরের পুকুরে বিসর্জন দেন পূজারিরা।
তাদের অনেকে কেঁদে কেটে তাদের মা দেবী দূর্গাকে বিদায় জানান। এই উৎসবে নারী, পুরুষ, শিশু বৃদ্ধ সকলেই অংশ গ্রহণ করেন। প্রতীমা বিসর্জনের আগে মদন গোপাল আঙ্গীনায় আরতী উৎসবে মেতে উঠেন তারা । এ সময় হিন্দুদের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকজন আনন্দ উপভোগ করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জুবায়ের হোসেন, সহকারি কমিশনার (ভ‚মি) রিফাত আনজুম পিয়া, মধুপুরের সেনা কমান্ডার মাইদুল, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. বোরহান আলী, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ সুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।