মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা ২০২৩ – ২০২৪ সেশনে ৩২৩ জন বৃওি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে মধুপুর অডিটোরিয়ামে মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোজাফর আকন্দ বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেঃ কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু নিতাই চন্দ্র কর, মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা,
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক খন্দকার মাজহারুল ইসলাম মাসুদ,
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও মধুপুর প্রি-ক্যাডেটে স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর আকন্দ বাদল জানান মধুপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে ২০২৩-২০২৪ সেশনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৩২৩ জন শিক্ষার্থী বৃত্তি পায়। বৃত্তি প্রাপ্তদের মাঝে এক লক্ষ ২৫ হাজার নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। মধুপুর প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিপুল সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পেয়ে খুবই আনন্দিত এবং পাশাপাশি অভিভাবক বৃন্দরাও খুবই উচ্ছ্বসিত।
অভিভাবকরা বলেন, বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ শিক্ষার পরিবেশকে গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রতিযোগী মনোভাব গড়ে তুলবে।