মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ শ্লোগানকে সামনে রেখে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘বনায়ন’ প্রকল্প সারাদেশে ১২ টি জেলায় প্রায় ৩ লক্ষ গাছের চারা বিতরন ও রোপন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট বৃহস্পতিবার ২০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা টাঙ্গাইল বন বিভাগে হস্তান্তর করে ‘বনায়ন’। টাঙ্গাইল বন বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী, কালিহাতীর রেঞ্জ কর্মকর্তা মোঃ সোলায়মান, কোদালিয়া নার্সারির কর্মকর্তা দেবব্রত দাস, বনায়ন প্রতিনিধি আব্দুল জলিল’সহ বন বিভাগের কর্মকর্তাগণ।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সারাদেশের পরিবেশ উন্নয়ন এবং বন সম্প্রসারণের লক্ষ্যে বন বিভাগ সহ দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আজকে একটি বেসরকারি প্রতিষ্ঠান বন বিভাগকে বনায়নের লক্ষ্যে ২০ হাজার গাছের চারা প্রদান করছে। এটা নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। আমরা এতদিন বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চারা বিতরণ করেছি। আমরা সাধারণত কারো কাছ থেকে চারা গ্রহণ করি নাই, এটা একটি মহৎ উদ্যোগ। “দেশের বনজ সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। “দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। বৃক্ষরোপণ অভিযান ২০২১ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বনায়ন প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
টাঙ্গাইল মধুপুরে দুই দিন ব্যাপী তথ্য ও প্রযুক্তি মেলার সমাপ্তি
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে তথ্য ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দুই...