মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশীদ, সুসাশনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সহসভাপতি বাদল মাহমুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নজরুল সাহিত্য ও গবেষনা পরিষদের সভাপতি আল রুহী, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা জিনিয়া বখশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি শাতীল রহমান।
অনুষ্ঠানে গ্রামাঞ্চলে পাঠাগার প্রতিষ্ঠা করে বই পড়া আন্দোলনে ভূমিকা রাখার জন্য ‘বাতি ঘর আদর্শ পাঠাগারের’ প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সোহাগকে এবং মধুপুরে বিষ ও হরমোনমুক্ত আনারস চাষে জনমত গঠনে ভূমিকা রাখার জন্য আদর্শ চাষী ছানোয়ার হোসেনকে সন্মাননা প্রদান করা হয়।
শেষে বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...