মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল পুলিশ লাইনস্ অডিটোরিয়ামে ৮ নভেম্বর সোমবার এ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, পুলিশ লাইনস্ এর আর আই, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস, মোঃ শরিফুল ইসলাম, বিউটি আক্তার, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ও এএস আই নুর আলম সিদ্দিকী’সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার।
এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের ২৬৯ জন, ব্যবসায় শিক্ষায় ৩৭ জন ও মানবিক বিভাগের ৪২ জন সহ মোট ৩৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।