স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) বিকালে স্কুল মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুনাকের সভানেত্রী ঝুমা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করে। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।