মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মাক্স বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তার কার্যালয়ে ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ১০৫০টি পূজা মণ্ডপে বিধি পালনের উদ্দেশ্যে এ মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শরীফ নজরুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ রোকনুজ্জামান, মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
প্রতিটি পূজামণ্ডপে ১০০ পিস করে স্বাস্থ্যসম্মত এ মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। পূজা উপলক্ষে জেলায় সর্বমোট ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) পিস মাস্ক বিতরণ করা হচ্ছে। বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে বিভিন্ন মন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।