মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে আসন্ন ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। সভায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন, ন্যায্য মূল্যে পশুর চামড়া বিক্রি, যানজট নিরসণ, চুরি, ডাকাতি ছিনতাই রোধ, করোনা প্রতিরোধ ও কোরবানি বর্জ্য অপসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।