আলোকিত বাংলা ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের ২০২০-২১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি। দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে সভাপতি ও দৈনিক আজকের বিনোদনের স্টাফ রিপোর্টার এম. মাছুদুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট জেলা ইউনিটের অনুমোদন দেয়া হয়। গত ২৬ অক্টোবর সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ আলতাফ হোসেন ওই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ), শহিদুল ইসলাম খান রুমি( দৈনিক মফস্বল), সহ-সাধারণ সম্পাদক খাইরুল আজিম মিল্টন(এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত( দৈনিক আমাদের নতুন সময়), অর্থ সম্পাদক আনিসুর রহমান আনিস(আনন্দ টিভি), প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু( দৈনিক ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী(দৈনিক নওরোজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাইজুল ইসলাম টুটুল(দৈনিক কালের বার্তা) শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম(দৈনিক আমার বার্তা)। কার্যকরী কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন, মো. মোশারফ হোসেন ঝিন্টু সিদ্দিকী(সাপ্তাহিক গণবিপ্লব), মো. সেলিম তরফদার(সাপ্তাহিক পাপিয়া), সরকার কবীর উদ্দিন(সাপ্তাহিক সোনার বাংলা), কবি আখতার হানিফ( দৈনিক দেশবাংলা), সৈয়দ আব্দুর রহমান(দৈনিক মজলুমের কন্ঠ), এনামুল হক দীনা(সাপ্তাহিক লোকধারা), মীর আমিনুল ইসলাম তপন (দৈনিক বণিকবার্তা), মাহমুদুল হাসান খান আরিফ(সাপ্তাহিক শোষিতের কন্ঠ), সাজ্জাদ হোসেন লিংকন(দৈনিক অবজারভার), শফিকুল ইসলাম বুলবুল(দৈনিক আমাদের কন্ঠ)।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...