স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমান খান ফারুক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান খান মিরনের বাড়িও ভেকু মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এরআগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সমবেত হতে থাকে। পরে ভেকু মেশিন (এক্সেভেটর) নিয়ে তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। এ সময় ছাত্র-জনতার মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে।
এদিন বিকালে জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম ফজলুর রহমান খান ফারুক ও সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনের বাড়িও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।