স্টাফ রিপোর্টার: মাহাবুব সুমন
টাঙ্গাইল কালিহাতী থানার রায়হান (২৮) হত্যা মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে যৌথ অভিযানে র্যাব।
শনিবার (১০ মে) রাত ১২:৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার নলডাংগা নামকস্থান থেকে ৩নং আসামী রুবেল (২৬) কে গ্রেফতার করা হয়।
জানাযায়,টাঙ্গাইল জেলা কালিহাতি থানায় মো:বাদল মিয়া (৬৪),পিতা-মৃত ইদ্রিস আলী,সাং-কোকরাইল,থানা-কালিহাতি,জেলা-টাঙ্গাইল এর দায়েরকৃত এজাহার অনুযায়ি ভিকটিম মো:রায়হান(২৮) গত ০৭ বছর পূর্বে মুন্নি আক্তার নামে এক মেয়ের সাথে প্রেম ভালবাসার মাধ্যমে বিবাহ বন্ধনে আবন্ধ হয়। তাদের বিবাহের পর থেকে ভিকটিমের সাথে তার স্ত্রীর বড় ভাই মো:জনি (২৬) সহ অন্যান্য আসামীদের সাথে শত্রুতা শুরু হয়।
পূর্ব শত্রুতার জেরে আসামি মো:জনি অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম রায়হান কে প্রায়ই মারপিট করতো এবং বিভিন্ন ভাবে খুন করার হুমকি দিতো বলে জানাযায়। এরই প্রেক্ষিতে,গত ৫ মে ২০২৫ইং তারিখে রাত আনুমানিক ২:৪৫ ঘটিকার সময় টাঙ্গাইল কালিহাতী কোকরাইল গ্রামে জনৈক হযরত আলীর পতিত জমিতে রায়হান কে আসামী রুবেল সহ অন্যান্য আসামীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা মো:বাদল মিয়া (৬৪) বাদী হয়ে টাঙ্গাইল কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলো।যার মামলা নং-০৮,তারিখ০৬মে ২০২৫,ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজু হওয়ার পর টাঙ্গাইল র্যাপ ছায়াতদন্ত শুরু করে আসামীকে ধরতে সক্ষম হয়।
র্যাব কতৃপক্ষ জানান-গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।