স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে কর্মহীন টাঙ্গাইলে কালিহাতি উপজেলায় নিম্মআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বল্লা আলিম মাদরাসার মাঠে, রামপুর, সিংরাই হলপাড়া মোড়ে, বরটিয়া এলাকায় ৮০০ জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান ও কেন্দ্রীয় যুবলীগের কর্মী মুজাহিদুল ইসলাম শিপনে উদ্যোগে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবলীগের নেতা ইমরান হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাখারুল ইসলাম ও সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেককে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, ডাল, আটা, লবণ ও এক লিটার তেল দেওয়া হয়।