মোঃমশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল’সহ সারা দেশে ৪অক্টোবর রোববার হতে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৩ অক্টোবর শনিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াহীদুজ্জামান এ সভায় বলেন, জেলায় মোট ৫লাখ শিশুকে এই ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬মাস থেকে ১১মাস বয়সী ৫৪ হাজার ৮০০ শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯মাস বয়সী ৪লাখ ৬২ হাজার ৫০০ শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা’সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।