নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে প্রায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে থানার পাশে গোলচত্ত্বর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস্ বাসটিতে অভিযান পরিচালনা করা হয়। বাসের ভিতরে থাকা মো: আলাউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরআলাটুলী এলাকার মো: সফিকুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে দুইশত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...