ক্রীড়া প্রতিবেদকঃ আগামী ১৬ নভেম্বর শনিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি আয়োজিত প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি লড়বে ভুঞাপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও স্থানীয় বাবলা স্পোর্টস ক্লাব।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-২( গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিম্টু, ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ও টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে আছেন,টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি পরিচালক মোঃ ইসলাম খান ও কোচ রিপন সরকার।