মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার আদালতপাড়া দৃষ্টিনন্দন পুকুরপাড় সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ- পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ, দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সাধারণ সম্পাদক এএম আনিসুজ্জামান, কবি সাহিত্যিক এনায়েত করিম, এডভোকেট তমাল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান’সহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিক ফাউন্ডেশন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দশমিক সংগঠনের সহ-সভাপতি ওমি খান, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, কোষাধ্যক্ষ নিলয় সাহা, সাংস্কৃতিক ও চিকিৎসা বিষয়ক প্রাপ্ত সাহা, দপ্তর সম্পাদক ত্রিযান চৌহান, কার্যকারী সদস্য মুশফিকুর আহমেদ রোমান, ইয়াসিন, ফৌজিয়া, হাবিবা, অন্তরা, আকবর’সহ অন্যান্য সদস্যবৃন্দ। দশমিক সংগঠনটি ছিন্নমূল পথশিশুদের শিক্ষাদান করতে বস্তি এলাকায় খোলা আকাশের নিচে দশমিক পাঠশালা করে ইতিমধ্যে অনেকের প্রশংসা পেয়েছে। টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী উদ্যমী ছাত্রছাত্রীরা ফেসবুক গ্রুপের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে টিফিনের টাকা ও হাত খরচের জমানো টাকা দিয়ে সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। শীতকালে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, পথশিশুদের স্বাস্থ্য সচেতন করে ও পিঠা উৎসবের আয়োজন করে পথ শিশুদের উৎসাহিত করে থাকে।
আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কেক কাটা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...