মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ উন্নয়নশীল পথে দেশ অগ্রসর হওয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৬ মার্চ মঙ্গলবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা।
সভায় জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও আগামী ২৭ এবং ২৮ মার্চ ২ দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে।কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযােগিতা কামনা করেন জেলা প্রশাসক।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগর যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি’সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।