স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা। রোববার (২৭ অক্টোবর) টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে আশা’র টাঙ্গাইল ডিভিশনের ম্যানেজার সিহানুক মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, আশা এনজিও পরিচালক মুহাম্মদ আবদুস সামাদ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, আশা’র টাঙ্গাইলের ডিভিশনাল ম্যানেজার শামীম খান, অতিরিক্ত ডি.এম মাইদুল ইসলাম চৌধুরী ও হাসমত আলী, আরএম বিনয় কৃষ্ণ রায়, সদর ব্রাঞ্চ ম্যানেজার মোতালেব হোসেন ও মিজানুর রহমান প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পর্যায়ের সুবিধাবঞ্চিত মেধাবী ৩৩জন শিক্ষার্থীদের হাতে এককালিন নগদ ১১হাজার টাকা বৃত্তি হিসেবে তুলে দেয়া হয়।