টাঙ্গাইল থেকে মুক্তিযুদ্ধের আদর্শের মুখপাত্র স্লোগানে সাপ্তাহিক জাহাজমারা নামে একটি নতুন পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছে।আজ মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর বিক্রম, মো. ফজলুর হক, বীর প্রতিক, জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব ও সাপ্তাহিক জাহাজ মারা পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনির, প্রকাশক আতিকুর রহমান প্রমুখ। এসময় প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।