নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে কোয়ার্টার রনিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকা থেকে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আতিকুর রহমান টাঙ্গাইল শহরের দেওলা মিল্কভিটা সিএন্ডবি কলোনীর বিল্লাল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এল. জি) ও দুইটি রাবার বুলেট উদ্ধার করা হয়।মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই ওবায়দুর রহমান বলেন, রনির বিরুদ্ধে ঘাটাইল ও টাঙ্গাইল থানায় অন্তত ৫ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।এসআই হাফিজুর রহমান বাদি হয়ে রনির বিরুদ্ধে মঙ্গলবার টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করেছেন। পরে বিকালে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...