স্টাফ রিপোর্টার : বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে সদর থানা ছাত্রদল।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে তাতে বাধাঁ প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধাঁর মুখে পরে সেখানেই বিক্ষোভ করে ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় সদর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ও সদর থানা ছাত্রদলের সভাপতি আজিমউদ্দিন বিপ্লব প্রমুখ।
এছাড়া সদর থানা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...