আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন।
শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা বাড়ী অসহায় শীতার্ত ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন সেলিম। এতে বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মো:মনিরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামছউদ্দিন সায়েম,প্রচার সম্পাদক মির্জা রাফেজা খাতুন, এছাড়া সহ-সভাপতি মির্জা জহুরা খাতুন,মো:আল জাকারিয়া,হারুন-অর-রশিদ প্রমুখ।
বক্তারা বলেন-বারাকা সামাজিক সংগঠন মূলত্ব বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। বারাকা সামাজিক সংগঠন জনকল্যাণ মূল কাজ করে যাচ্ছে। দরিদ্র,অসহায় মানুষের পাশে কম্বল-বিতরণ, খাদ্য-কর্মসূচী, গাছ-রোপন, টিউবওয়েল বিতরণ, বিনামূল্যে চক্ষু-অপারেশন, সম্পাহে একদিন বৃহস্পিবার বিনামূল্যে ডাক্তার দিয়ে সেবা প্রদান সহ বিভিন্ন সহায়তা করাই বারাকা সামাজিক সংগঠনের মূল-লক্ষ্য ।
বারাকা ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে মূলত্ব বারাকা সামাজিক সংগঠনটি পরিচালিত হয়ে থাকে।