নিউজডেক্সঃ টাঙ্গাইলে তিন দিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে এই মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। পরে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শিশু একাডেমি প্রাঙ্গন থেকে বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে শিশু মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহম্মদের সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।
আলোচনা শেষে জেলা শিশু একাডেমি পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উপলক্ষে শিশু-কিশোরদের বই ও বুটিক শিল্প নিয়ে ১০টি স্টল করা হয়েছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...