স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১জুন) বিকাল ৩টার দিকে এম.এম আলী কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সরকারি এম.এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড: মো: আজাদ খান।
এছাড়া বিনিময় সভায় বক্তব্য রাখেন,পরিচালক-পরিকল্পনা ও উন্নয়ন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ প্রফেসর ড: এ.কিউ.এম শফিউল আজম,অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজের প্রফেসর মো: খলিলুর রহমান, প্রফেসর মো: মিফতাজুল ইসলাম,প্রফেসর মো: শফিকুল ইসলাম সম্পাদক সরকারি এম এম আলী কলেজ,সহকারী অধ্যাপক দর্শন বিভাগ সরকারি এম. এম আলী কলেজ মুহাম্মদ নূরে আলম প্রমুখ। পরে শিক্ষকবৃন্দদের ক্রেস দিয়ে সম্মাননা জানানো হয়।