আলোকিত বাংলা ডেস্ক : বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে আজ (১৬অক্টোবর) বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বেসরকারী শিক্ষক-কর্মচারী চাকুরী জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটি, টাঙ্গাইল জেলা শাখা। শিক্ষক কর্মচারী চাকুরি জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম.কে.এম. আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক এস.এম. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভ-সভাপতি অধ্যাপক তরুণ ইউসুফ, মাসুদুল আলম, মাদ্রাসা শিক্সক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল আলিম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ একযোগে চাকুরী জাতীয়করণ সহ অবিলম্বে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া মুক্তির দাবী করেন। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরিকরণ ও এক নীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবী। তাই চাকুরী এক যোগে জাতীয়করণই শিক্ষা বাঁচানোর একমাত্র সমাধান। নেতৃবৃন্দ দাবী করেন চাকুরী জাতীয়করণসহ অবিলম্বে অবসর ও কল্যাণ তহবিলের ১০% কর্তন প্রত্তাহার করে পূর্বের ন্যায় ৬% কর্তন বহাল, অবসর সুবিধা আইন প্রত্যাহার করে পেনশন প্রথা চালু, অনুদান সহায়তা নামক প্রাপ্ত টাকার উপর ধার্যকৃত কর প্রত্যাহার, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অধ্যক্ষ/উপধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতার জন্য জারীকৃত প্র্জ্ঞাপন প্রত্যাহার, গ্রেড/টাইম স্কেল প্রদানে জারীকৃত এমপিও নীতিমালা সংশোধন করে পূর্বেনীতিমালা বহাল, পদোন্নতি অনুপাত প্রথা বাতিলসহ নন-এমপিওদের অবিলম্বে এমপিও দিতে হবে।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...