আলোকিত বাংলা ডেস্ক: টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ আব্দুর রউফ এর ২০তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। আব্দুর রউফ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজন করা হয়। দুপুরে পারদিঘুলিয়া বয়েল মিল প্রাঙ্গণে প্রায় এক হাজার লোকের কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়ে ছিলো। এর আগে সকালে এলাকাবাসী এবং দলের বিভিন্ন নেতাকর্মী স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করেন। এবং বাদ জোহর পারদিঘুলিয়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামান শাহিন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,শহর বিএনপির সভাপতি ভিপি আলিম,থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ জামান সোহেল,জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল হক রাশেদ সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।