আরমান কবীরঃ টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর মঙ্গলবার(৫মে) সন্ধায় এক কলেজ ছাত্রের লাশ তার বাড়ি পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত কলেজ ছাত্রের নাম আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮)। সে টাঙ্গাইল পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কাগমারা এলাকার রাশেদুল ইসলাম ছেলে। আশিক শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল। নিহতের পিতা পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত।
নিহতের বাবা রাশেদুল ইসলাম জানান, প্রতিবেশি এক মেয়ের সাথে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয় আশিক। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত (৩০ এপ্রিল) বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন সেট আনতে যায়। তারপর আর বাড়িতে ফিরে আসেনি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার অফিসার ইন চার্জ মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধায় আশিক হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে ৩নং ওয়ার্ড এলাকাবাসী ও নিহতে আশিকের পরিবার।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...