মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় হামিদ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২, সিপিসির-৩ এর সদস্যরা। বুধবার ৩১ মার্চ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃতরা হলেন মোঃ মোজাম্মেল (৩০), পিতা- মোঃ জব্বার শেখ, সাং- পূর্ব পাখিউড়া, ইউপি- নারায়নপুর, থানা- কথাকাটা, জেলা- কুড়িগ্রাম। সদর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন। ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা, ০১ টি মোবাইল এবং ০১টি সিম কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। ধৃত আসামী টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...