টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হাসান (২৭) ওই এলাকার আব্দুস সালামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞিপ্তে এ তথ্য জানান।
এ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুব্ধু করে আসছিল।