নিউজ ডেস্কঃ টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, তমাল বিহারী দাস প্রমুখ।
বক্তারা জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের উপর হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর(বুধবার) রাতে জেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান লিটন শহরের বউ বাজার এলাকার বাড়িতে ফেরার পথে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...