স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে বর্নাঢ্য কর্মসুচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের মধ্যদিয়ে জেলা যুবলীগ আয়োজিত কর্মসুচীর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
এসময় টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, সদর থানা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। শেষে সেখানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...