নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে দৈনিক যায়যায়দিনের ১৪ বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আজ সোমবার(১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাট মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার মোখলেছুর রহমান(মণি খন্দকার)।
জেজেডি ফেন্ডস ফোরাম টাঙ্গাইল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। যায়যায়দিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এনটিভি’র স্টাফ রিপোর্টার মহব্বত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ, ইংরেজি দৈনিক নিউএইজ’র জেলা প্রতিনিধি হাবিব খান, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মেদ আব্বাসী প্রমুখ।
এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং জেজেডি ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে যায়যায়দিনের ১৪ বছরে পদার্পন উদযাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবকায়েদ মল্লিক বুলবুল।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...