মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা সদর এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আমিনুল ইসলাম,স্থানীয় সরকারের উপ পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অপরদিকে, সকাল ৭ টায় জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।