স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার মামলায় টাঙ্গাইলে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে টাঙ্গাইল শহরের পার্ক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি তানভীর আহমেদ জানান। গ্রেপ্তার সাজ্জাদ ইসলাম মাতাব্বর টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে মো. লাল মিয়া (৩০)। পরে তিনি ৩১ অগাস্ট মামলা করেন।
মামলায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ ২৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তার সাজ্জাদ মামলার ৯৪ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।