নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া জেলার দুই সহস্রাধিক শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির। মে দিবস উপলক্ষে শুক্রবার(১মে) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়ার সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও আটাসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
ত্রান বিতরণ প্রসঙ্গে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও ফেডারেশনের সাধারন সম্পাদক তানভির হাসান ছোট মনির বলেন, শ্রমিকদের মাঝে তার এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।