আলোকিত বাংলা ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অবহিতকরণে টাঙ্গাইলে প্রেসবিফ্রিং করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার(১লা জানুয়ারি) সন্ধায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক নুরুজ্জামান,সহকারী উপ-পরিদর্শক আসাদুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার(২রা জানুয়ারি) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন,র্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,টাঙ্গাইল গত ২০১৯ইং সালে জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত মোট অভিযান চালায়-৪৪৯টি এবং এর মধ্যে মামলা হয়-২৩০টি।