নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। বুধবার সন্ধায় কালিহাতী উপজেলার পৌলীতে এক ট্রাক চালক ও বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে মহর আলী নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়।নিহত মহর আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামে আমির আলী ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকা মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে গত কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন। সকাল সাড়ে এগারাটার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বানাইল ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...