নিউজ ডেস্কঃ টাঙ্গাইল শহরের মেইন রোডের বিভিন্ন দোকানগুলোতে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনিম আওন ও শুফি রানি শাহা নেতৃতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ অভিযানে সহায়তা করে ফায়ার সার্ভিস ও পুশিল । অভিযানে মেয়াদ উর্ত্তীণ গ্যাস সিলিন্ডার বিক্রী ও গ্যাস সিলিন্ডার বিক্রীর লাইন্সেস না থাকায় তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...