মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. আতাউল গণি। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ জুন রবিবার “ভূমি সেবা সপ্তাহ ২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম এর উপস্থাপনায় এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রানুয়ারা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।