স্টাফ রিপোর্টার : পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বহিষ্কারের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত হয়েছে টাঙ্গাইলের ছয় উপজেলায়।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ভুঞাপুর, গোপালপুর, ঘাটাইল, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়তে হয়েছিল গ্রাহকদের। এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বন্ধ থাকলেও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির অধীন অন্য উপজেলায় বিদ্যুৎ চালু ছিল।
বৈষম্য নিরসনে আন্দোলন করা হচ্ছে। সারাদেশে ৬০টি ইউনিটে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি হচ্ছে। বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি ঘোষণা করেছে। এতে অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, “বেলা ৩টা হতে বিদ্যুৎ বন্ধ ছিল। ব্ল্যাক আউট কর্মসূচি চলেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন জোনাল অফিসে। এতে জেলার ছয়টি উপজেলার গ্রাহকরা বিদ্যুৎ পাননি।”
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির অধীন এলেঙ্গা জোনাল অফিসের লাইনম্যান আব্দুল হামিদ জানান, সারাদেশেই ব্ল্যাক আউট কর্মসূচি চলছে। পল্লী বিদ্যুৎতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে কালো আইনগুলো রয়েছে সেগুলো বাতিল, বৈষম্য দূরীকরণসহ কর্মকর্তাদের চাকরি বহাল ও মুক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।