আরমান কবীরঃটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা হিন্দুপাড়া গ্রামের ১২০ বছর বয়স্ক আহাতন বেওয়াকে জবাই করে হত্যা মামলার একমাত্র আসামি মো. বাবু আহমেদ ওরফে বাদলকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত বাদল জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চররৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
সঞ্জিত কুমার রায় জানান, ফলদা বাজারের সিয়াম স্টোরের মালিক মো. সেহাব উদ্দিনের দোকানের কর্মচারী মো. বাদল ওরফে বাবু তিন মাস যাবত কাজ করছিল। জনৈক ক্রেতার এক কেজি ডাল ছোট-বড় পলিথিনে দেয়া নিয়ে দোকানের মালিক মো. সেহাব উদ্দিন গত ২৬ নভেম্বর মো. বাদল ওরফে বাবুকে বকাঝকা করেন। এতে ক্ষুব্দ হয়ে দোকান থেকে মালিকের বাড়িতে যায়। বাড়িতে গেলে দোকানদারের বৃদ্ধা মা আহাতন বেওয়া কর্কশ ভাষায় জিজ্ঞাসা করেন, ‘তুমি কে?’ এতে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা মাছ কাটার বটি দিয়ে বৃদ্ধাকে জবাই করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, পুলিশ ঘটনার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য প্রেসব্রিফিংয়ে কিছুটা বিলম্ব হয়।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...