মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ইতিহাসের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এর ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংস্কৃতি হিতৈষী। টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে গতকাল ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে ফজলুর রহমান খান ফারুকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে প্রকাশিত বর্ণাঢ্য জীবনের খন্ডচিত্র গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গণি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ও মুুুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিশিষ্ট রাজনীতিক খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।
অনুভুতি ব্যক্ত করেন বর্ণাঢ্য জীবনের খ-চিত্র গ্রন্থের লেখক অরণ্য ইমতিয়াজ।
অনুষ্ঠানের শুরুতে ফজলুর রহমান খান ফারুকের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া তুলে দেন ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন। জন্মদিনের ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। তারপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।