আলোকিত বাংলা ডেস্কঃ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যাটিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি গিয়ে শেষ হয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্ততের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোত্তালেব, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজুল হক প্রমুখ।
এসময় অন্যান্য সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও মুরগির খামারিরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...