মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ (১৬ ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজন ও জেলা পরিষদ এর সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬-১২-২০২০ তারিখ ইং সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। আলোচনা সভায় ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস এর বর্ণনা সহ মুক্তিযোদ্ধাগন তাদের নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত আলোচকরা মুক্তিযুদ্ধের চেতনা মে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী,সিভিল সার্জন ডাঃ মোঃওয়াহিদুজ্জামান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ও মুক্তিযোদ্ধাগন।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...