আরমান কবীরঃ টাঙ্গাইলে মহান বিজয় দিবস উপলক্ষে ৩৫টি গ্রামের দুই হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ সোমবার দুপুরে বেসরকারি সংস্থা সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়।
পাথরাইলস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসেন তালুকদার সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, শাহজালাল ইসলামি ব্যাংক টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালেক, রূপালী ব্যাংক টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাকির হোসেন, সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখার কর্মকর্তা এএসএম মো. শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার ৩৫টি গ্রামের দুই হাজার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...